শুক্রবারে পড় সোমবার। আবারও কাঁথি থানায় হাজিরা দিতে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। সকাল দশটা দশ মিনিট নাগাদ কাঁথি থানায় এসে হাজির হন সৌমেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে কাঁথি পুরসভার পুরপ্রধান থাকাকালীন একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল।
বস্তুত শুক্রবার টানা ১০ ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে কাঁথি থানার তদন্তকারীরা।তৎকালীন সময়ে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে। কখনোও কাঁথি শহরে পথবাতি বসানোর নামে কোটি কোটি টাকা দুর্নীতি,পুরসভার রাঙামাটি শ্মশানে স্টল দুর্নীতি মামলা,সারদা লক্ষ লক্ষ টাকা দুর্নীতি! ত্রিপল চুরি মামলা, একাধিক দুর্নীতির অভিযোগ তুলে কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। যদিও সৌমেন্দু অধিকারী হাইকোর্ট নির্দেশে ৩০ শে নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ রয়েছে। পুলিশ তদন্ত করতে পারবে গ্রেফতার কোনমতে করতে পারবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine + 14 =