সোমবার মধ্যরাত থেকে বাধ্যতামূলক ফাস্ট্যাগ,সমস্যায় গাড়ি চালকরা।
রবিবার রাত থেকেই টোল ফি ক্যাশলেস করার উদ্দেশ্যে ফাস্ট্যাগ বাধ্যতামূলক করার কাজ শুরু হয়েছে।সমস্ত টোল প্লাজাগুলিতে চলছে ফাসট্যাগ লাগানোর কাজ।একের পর এক ডেডলাইনের মেয়াদ বৃদ্ধির পর অবশেষে সোমবার মধ্যরাত থেকেই বিভিন্ন টোলপ্লাজায় বাধ্যতামূলক চালু হতে চলেছে ফাস্ট্যাগ পদ্ধতি।গত মাসেই ফাসট্যাগ পদ্ধতি চালুর সিদ্ধান্ত নেওয়া হলেও, ন্যাশানাল হাইওয়ে অথরিটির তরফ থেকে জানানো হয়,করোনা আবহের জন্য অনেকেই ফাস্ট্যাগ লাগাতে পারেননি।তাই মেয়াদ বাড়িয়ে ১৫ই ফেব্রুয়ারি করা হয়।ন্যাশনাল হাইওয়ে অথরিটির তরফে জানানো হয়েছে,সোমবার মধ্যরাতের পর থেকে টোলপ্লাজায় ফাসট্যাগ স্টিকার ছাড়া গাড়িকে দ্বিগুণ টোল দিতে হবে।সেই টাকা নগদে বা কার্ডের মাধ্যমে দেওয়া যাবে।কিন্তু এই ফাস্ট্যাগ নিয়মের অন্যথা হল ধূলাগড়ি টোলপ্লাজায়।কিছু চালকের অভিযোগ, ফাস্ট্যাগ থাকা সত্ত্বেও টেকনিক্যাল সমস্যার কারণে তা কাজ করছেনা। বাধ্য হয়েই তাদের ফাস্ট্যাগ থাকা সত্ত্বেও দ্বিগুণ টোল দিতে হচ্ছে।