স্কুলের ম্যানেজিং কমিটিতে টাকার বিনিময়ে সদস্য করার অভিযোগ তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে, রাস্তা অবরোধ তৃণমূল কর্মীদের।

উঃ ২৪ পরগনা জেলার বাগদা তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে টাকার বিনিময়ে বিভিন্ন স্কুলের ম্যানেজিং কমিটিতে সদস্য নিয়োগের অভিযোগে রাস্তা অবরোধ করল ক্ষুব্ধ’ তৃণমূল কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ শতাধিক তৃণমূল কর্মী সমর্থকরা পোস্টার-ব্যানার পতাকা হাতে নিয়ে বাগদা -দত্তপুলিয়া সড়কের নলডুগারি বাজারে অবরোধ করেন। অভিযুক্ত বাগদা পশ্চিম ব্লকের সভাপতি অঘোর চন্দ্র হালদার।
অবরোধকারীরা জানিয়েছেন, দিন কয়েক আগে তারা জানতে পারে সিন্দ্রানি গ্রাম পঞ্চায়েত এলাকার সিন্দ্রানি সাবিত্রী উচ্চ বিদ্যালয়, চরমণ্ডল উচ্চ বিদ্যালয়, পাথুরিয়া উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটিতে দুজন করে নিয়োগ করেছে৷ যাদের নিয়োগ করা হয়েছে তারা শিক্ষার সঙ্গে কোনো ভাবে যুক্ত নয় তাছাড়া দলীয় সক্রিয় কর্মী নয় অথচ কাউকে না জানিয়ে তাদেরকে নিয়োগ করা হয়েছে। তাদের নাম দুদিন আগেই মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে আপলোড হয়েছে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + four =