স্কুলে এসে অসুস্থ হয়ে পরল প্রায় ১২জন ছাত্র-ছাত্রী।
স্কুলের বাইরে বিক্রি হওয়া আইসক্রিম খেয়েই অসুস্থ হয়েছে তারা, বলে অভিযোগ। ঘটনা টি ঘটেছে বর্ধমান-২ ব্লকের হাটগোবিন্দপুরের সামন্তী উচ্চ বিদ্যালয়ে। শনিবার স্কুল চলাকালীন প্রায় ১২জন ছাত্র-ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পরে। স্কুল কর্তৃপক্ষ তড়িঘড়ি গাড়ির ব্যবস্থা করে অসুস্থ ছাত্র-ছাত্রীদের মেমারী-১ ব্লকের পারহাটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন্য। দ্রুততার সাথে শুরু হয় তাদের চিকিৎসা। স্বাস্থ্যকেন্দ্র সূত্রে খবর, ছাত্র-ছাত্রীদের গরমের মধ্যে ডিহাইড্রেসন হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পর ১০জন কে ছেড়ে দিলেও ২জন এখন ভর্তী রয়েছে।
