স্কুল মাঠে বসে মদ্যপানের আসর, গ্রেপ্তার প্রাথমিক স্কুল শিক্ষক।

স্কুল মাঠে বসে মদ্যপানের আসর, গ্রেপ্তার প্রাথমিক স্কুল শিক্ষক।

উত্তর ২৪ পরগনার বাগদা থানার পুলিশ রবিবার সন্ধ্যায় টহল দিতে দিতে মামা ভাগিনা বাপুজী বিদ্যাপীঠ এর মাঠে পৌঁছায় । মাঠের মধ্যে তিন জনকে মদ্যপান করতে দেখে পুলিশ নিষেধ করে । বাগদা নিলাবাকুঠি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রীতম মন্ডল পুলিশকে উল্টে পাঠ শেখাতে থাকে তিনি বলে মাঠে বসে মদ্যপান বেআইনি নয় । পুলিশের সঙ্গে খারাপ আচরণ করে সে । এরপর প্রীতম মন্ডল বয়স আনুমানিক ৩০ ও সঙ্গে থাকা দুজন নীলমণি মন্ডল বয়স আনুমানিক ৬০, নির্মল মন্ডল বয়স আনুমানিক ৫৫। এই তিন ব্যাক্তিকে গ্রেপ্তার করে বাগদা থানার পুলিশ ।
প্রীতম মামাভাগিনা বাপুজী বিদ্যাপীঠের প্রাক্তন ছাত্র। আজ তিনজনকে বনগাঁ আদালতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × five =