স্টাফ ট্রেনে উঠতে বাধা,আজও উত্তেজনা ও যাত্রী বিক্ষোভ হাওড়া স্টেশনে।

রিপোর্ট: দেবপ্রিয়া দত্ত।
স্টাফ ট্রেনে উঠতে বাধা,আজও উত্তেজনা ও যাত্রী বিক্ষোভ হাওড়া স্টেশনে।

শুক্রবারের রেশ কাটতে না কাটতেই আজও যাত্রী বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়াল হাওড়া স্টেশনে। স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে না দেওয়ায় এদিনও ক্ষোভে ফেটে পড়ে যাত্রীরা। স্টেশনে ঢোকার মুখেই আটকে দেওয়া হয় যাত্রীদের। বন্ধ করে দেওয়া হয় স্টেশনে ঢোকার গেট। ব্যারিকেড করে যাত্রীদের আটকানোর চেষ্টা করে রেল পুলিশ। এরপরই পুলিশের ব্যারিকেড টপকে জোর করে স্টেশনে ঢুকতে গেলে জিআরপি ও আরপিএফ কর্মীদের সঙ্গে বচসা বাধে যাত্রীদের। ধাক্কাধাক্কি শুরু হয়। এরপরই পুলিশ তাদের লাঠিচার্জ করে বলে অভিযোগ করেন যাত্রীরা। এমনিতেই করোনা পরিস্থিতির মধ্যে দীর্ঘদিন বন্ধ রয়েছে লোকাল ট্রেন চলাচল। ফলে লোকাল ট্রেনের উপর ভরসা করে যে সমস্ত যাত্রীরা শহরে কাজে আসেন তারা চরম সমস্যায় পড়েছেন। এইসব যাত্রীরাই স্টাফ ট্রেনে জোর করে উঠে পড়ছেন বলে অভিযোগ। এইসব অবৈধ যাত্রীদের স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে না দিলেই হচ্ছে যাত্রী বিক্ষোভ। তারা দাবি করছেন স্পেশাল ট্রেন যাত্রীদের জন্যও চালানো হোক। রেল কর্তৃপক্ষের দাবি স্টাফ স্পেশাল ট্রেন শুধুমাত্র রেলকর্মীদের জন্যই চালানো হচ্ছে। সেখানে সাধারণ যাত্রীদের ওঠার অনুমতি নেই। উল্লেখ্য, এর আগে শুক্রবার সন্ধ্যাতেও হাওড়া স্টেশনে স্টাফ স্পেশাল পেট্রোলিং ট্রেন ধরতে এলে বাধা দেয় আরপিএফ। প্ল্যাটফর্মে ঢুকতে না পেরে স্টেশন চত্বরে বিক্ষোভ শুরু করেন যাত্রীরা। যাত্রী বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরপিএফ লাঠিচার্জ করে যাত্রীদের সেখান থেকে সরিয়ে দেয়। এরপর আজ ও এই ঘটনা যথেষ্ট উত্তেজনা সৃষ্টি করেছে হাওড়া স্টেশন চপ্তরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + nineteen =