স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে মুদ্রা মহা উৎসব পালন করা হয় আমতলা আর এ সি সি ব্রাঞ্চে।এদিন চল্লিশের বেশি ব্যবসায়ীর হাতে মুদ্রা লোনের স্যাংশন লেটার ও চেক তুলে দেওয়া হয়।যাতে ছোট থেকে বড় ব্যবসায়ী হয়ে উঠতে পারে তার এই প্রচেষ্টা বলে জানান দক্ষিণ ২৪ পরগনার রিজিওন্যাল ম্যানেজার শকুন্তলা সান্যাল। তিনি আরো বলেন, গোটা পশ্চিমবাংলা জুড়ে মুদ্রা উৎসব পালন করা হচ্ছে। বিভিন্ন ব্রাঞ্চ থেকে এই লোনের সুবিধা পাওয়া যাবে। প্রত্যেকটি মানুষের এলাকায় এসবিআই ব্রাঞ্চে যোগাযোগ করলেই এই মুদ্রা লোন পাওয়া সম্ভব বলে জানান