স্ত্রীকে উপহার হিসেবে আস্ত একটি তাজমহল বানিয়ে দিলেন এক ব্যক্তি।
আগ্রার তাজমহলকে গোটা বিশ্ব চেনে প্রেমের প্রতীক হিসেবে।কিন্তু আগ্রার পাশাপাশি আরো একটি প্রেমের প্রতীক হিসেবে মাথা তুলেছে মধ্যপ্রদেশের তাজমহল। মধ্যপ্রদেশের বুরহানপুর জেলার এক ব্যক্তি তার স্ত্রীর প্রতি প্রেম নিবেদন করতে প্রেমের প্রতীক হিসেবে আগ্রার তাজমহলের একটি প্রতিরূপ তৈরি করেছেন।এ যেন একবিংশ শতাব্দীর শাহজাহান-মুমতাজের প্রেমকাহিনী।এই ঘটনায় তোলপাড় নেট দুনিয়া। যে ব্যক্তি তার স্ত্রীর জন্য এই সুন্দর বাড়িটি তৈরি করেছেন তিনি আনন্দ চোকসে।মধ্যপ্রদেশের বুরহানপুরের বাসিন্দা।তিনি তার স্ত্রীর প্রতি তার ভালবাসার স্থায়ী প্রমাণ তৈরি করে বুরহানপুরে তাজমহলের একটি বিলাসবহুল প্রতিরূপ তৈরি করে ফেললেন।হুবহু তাজমহলের ধাঁচে পাথরের কাজ এবং নির্মাণ দিয়ে তিনি এক অসম্ভবকে সম্ভব করে তুলেছেন।তথ্য অনুযায়ী,বাড়িটি তৈরি করতে মোট তিন বছর সময় লেগেছিল।মধ্যপ্রদেশের সেই তাজমহলটি একটি ৪ বেডরুমের ঘর।যার খিলান এবং জটিল নির্মাণ কাজ তাজমহলের প্রতিরূপ। বাড়িটির স্মৃতিস্তম্ভের নির্ভুলতা এবং সৌন্দর্য যেন মূল তাজমহলকে অনেকটাই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে।বাড়িটি একটি ২৯ ফুট লম্বা গম্বুজ এবং পাশে তাজমহলের মতো টাওয়ারগুলির সঙ্গে দারুণভাবে সজ্জিত।বাড়িটির মেঝে তৈরি করা হয়েছে রাজস্থানের মাকরানা থেকে। আর বাড়ির সূক্ষ্ম আসবাবপত্র মুম্বইয়ের কারিগরদের হাতে তৈরি।এই বিলাসবহুল বাড়িটিতে ৪টি বেডরুম ছাড়াও বাড়িতে একটি লাইব্রেরি এবং একটি মেডিটেশন রুম রয়েছে।