স্ত্রীকে প্রহারের অভিযোগ স্বামীর বিরুদ্ধে, পুলিশের দ্বারস্থ স্ত্রী
এক গৃহবধূকে মারধরের ঘটনায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ তুলে শান্তিপুর থানার দ্বারস্থ গৃহবধূ। শান্তিপুর থানা এলাকার বিবাদী নগর এলাকার ঘটনা গৃহবধূ রিনা সরকারের অভিযোগ, তার স্বামী প্রতিদিনই মদ্যপান করে বাড়িতে এসে তাকে বেধড়ক মারধর করে, এছাড়াও টাকা দিতে হবে বলে চাপ সৃষ্টি করে। ওই গৃহবধূ দিতে রাজি না হলে তার স্বামী তার ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালায়। ওই গৃহবধূ জানান, তার বিবাহ হয় ৯ বছর আগে, দীর্ঘ কয়েক বছর ধরে স্বামীর অত্যাচার সহ্য করে আসছেন তিনি। গতকালকের একই ঘটনায় ধৈর্যচ্যুত হয়ে শান্তিপুর থানার দ্বারস্থ হয় ওই গৃহবধূ, এছাড়াও স্বামীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগকারী গৃহবধূর দাবি, তিনি আর সংসার করতে চাইছেন না, তাই পুলিশের দ্বারস্থ হয়েছেন।
