স্ত্রী কে পিটিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার সোনা খালি এলাকায়। নিহতের নাম তবাসুম খাতুন(২২)। অভিযুক্ত স্বামী শরিফুল মোল্লা ঘটনার পর থেকেই পলাতক। বাসন্তী থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাঁচ বছর আগে শরিফুলের সাথে ঘুটিয়ারি শরীফের বাসিন্দা তবাসুমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাকে বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য বারে বারে চাপ দিতে থাকে শরিফুল। টাকা আনতে না পারলে বেধড়ক মারধর করা হতো বলে অভিযোগ। গত কয়েকদিন ধরে ফের টাকা আনার জন্য চাপ দিচ্ছিল তাকে। টাকা দিতে না পারায় পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ তবাসুমের পরিবারের। ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।
