স্ত্রী ডিভোর্স চাওয়ায় বধু খুন না আত্মহত্যা? প্রশ্ন উঠছে আধা সেনার বিরুদ্ধে ।

স্ত্রী ডিভোর্স চাওয়ায় বধু খুন না আত্মহত্যা? প্রশ্ন উঠছে আধা সেনার বিরুদ্ধে ।

বসিরহাটে মহাকুমার স্বরূপনগর থানার বাংলানী গ্রাম পঞ্চায়েতের হঠাৎগঞ্জ গ্রামের ঘটনা। বছর ৩২,এর প্রীতিলতা হালদার,স্বামী প্রলয় হালদার বিএসএফ এ কর্মরত। অভিযোগ দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে প্রতিবেশী এক গৃহবধুর বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে । বেশ কয়েকবার মোবাইলে অশ্লীল ছবি দেখে ফেলেছিল গৃহবধূ। এই নিয়ে একাধিকবার স্ত্রী ও স্বামীর মধ্যে সালিশি সভা ঝামেলা গন্ডগোল মারধোর হয়। আদৌ কোনো সমাধান সূত্র বেরোয়নি ।গত ১, বছর আগে প্রীতিলতা বসিরহাট মহকুমা আদালতে স্বামীর কাছ থেকে ডিভোর্স চেয়ে মামলা করেছিলেন, ডিভোর্স দিতে নারাজ স্বামী ও তার পরিবার। পরবর্তী সময়, তারপরে শারীরিক ও মানসিক অত্যাচার আরো বেড়ে যায়। যার ফলে শেষ পরিণতি হলো মৃত্যু, গতকাল শনিবার সন্ধ্যেবেলা শ্বশুরবাড়িতে নিজের ঘরে থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তারপর ময়নাতদন্তের জন্য আজ রবিবার বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আত্মহত্যা না খুন? তদন্ত শুরু করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven + nineteen =