১৬ ই আগস্ট দিনটিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় খেলা দিবস ঘোষণা করেছিলেন। ১৬ অগস্ট দিনটি ভারতীয় ফুটবলে অন্যতম অভিশপ্ত দিন। ১৯৮০ সালে মর্মান্তিক ঘটনা ঘটে ইডেন গার্ডেন্সে এই দিনে। একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে ১৬ জন ফুটবলপ্রেমী প্রাণ হারিয়েছিলেন সেদিন।
খেলা দিবসের সকালে বিধান নগর দত্তাবাদ অঞ্চলের বালির মাঠে থানিয় মহিলাদের মধ্যে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। বিধান নগর 38 নম্বর ওয়ার্ডের নির্মল দত্তর তত্ত্বাবধানেই আয়োজিত হয় এই খেলা। একটি দলের নাম দেওয়া হয় দুর্গা এবং অপর দলের নাম দেওয়া হয় কালী। নির্মল দত্ত জানান মূলত নারীশক্তিকে ধরতেই তাদের এই উদ্যোগ।