স্থানীয় এক তৃণমূল কর্মীকে গুলি।
জানা যায়,রঘুনাথগঞ্জ থানার মির্জাপুর থেকে দক্ষিণপাড়া গ্রামে মোটরবাইকে চেপে বাড়ি যাচ্ছিল শিশান দাস।কিন্তু মাঝপথে একদল দুষ্কৃতি তার বাইকে থামায় বলে অভিযোগ এবং তাকে উদ্দেশ্য করে গুলি চালায় সেই গুলি শিশানের পায়ে গুলি লেগেছে বলে জানাগেছে এরপর তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি হওয়ার ফলে এই মুহূর্তে রঘুনাথগঞ্জ বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায়,রঘুনাথগঞ্জের একটি বেসরকারী সিমেন্ট ফ্যাক্টরীর তৃণমূল কংগ্রেসের ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিল আহত ওই তৃণমূল কর্মী।গোটা ঘটনা কীভাবে ঘটল তদন্ত করে দেখছে রঘুনাথগঞ্জ থানার পুলিস।
