স্নান করতে এসে ফুলহর নদীতে তলিয়ে গেল এক শিশু

নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেল ছয় বছর বয়সের এক শিশু।শনিবার ঘটনাটি ঘটেছে মালদহের রতুয়া-১ ব্লকের মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফুলহর নদীতে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রতুয়া থানার পুলিশ ও উদ্ধারকারী দল।পাশাপাশি সেখানে ছুটে আসেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বকসি।পরিবার সূত্রে জানা গিয়েছে নিখোজ শিশুর নাম কৌশিক মন্ডল (৬) বাড়ি মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের বলরামপুর দিয়ারা গ্রামে। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর পড়ুয়া। এদিন সকালে নিজের দিদার সঙ্গে ফুলহর নদীতে স্নান করতে এসেছিল ওই শিশু। নদীতে স্রোত থাকার ফলে স্নান করার সময় দিদার চোখের সামনে জলে তলিয়ে যায়। তার দিদার চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা ছুটে আসেন।এরপর খবর দেওয়া হয় রতুয়া থানায় এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।প্রায় দু’ঘণ্টা পর উদ্ধার কাজে নামে বিপর্যয় মোকাবিলা বাহিনী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বকসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 16 =