‘স্পেশাল জি আর ‘ এর চাল নিজের ছেলের গোডাউনে লুকিয়ে রাখার অভিযোগ উঠল তৃনমুল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে।
ওই অভিযোগ পেয়ে পঞ্চায়েত প্রধানের ছেলের সারের দোকান সিল করে দিল নওদা ব্লক প্রশাসন। মঙ্গলবার দুপুরে ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মধুপুর এলাকায়। পঞ্চায়েত প্রধানের ছেলে হৃদয় মন্ডল এর সারের দোকান সিল করে দেয় পুলিশ। নওদা ব্লক আধিকারিক সত্যজিৎ হালদার বলেন, মধুপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সেলিম রেজা মন্ডলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি স্পেশাল জি আর চাল দরিদ্র মানুষকে বন্টন না করে নিজের ছেলের সারের গোডাউনে লুকিয়ে রেখেছেন। সেই অভিযোগ পেয়ে পুলিশকে সাথে নিয়ে ওই সারের দোকান সিল করে দেওয়া হয়েছে। তবে ওই দোকানে কত পরিমান চাল রয়েছে সেটা এখনই বলা যাচ্ছে না। তদন্ত করেই ওই গোডাউনে কত চাল রয়েছে তার প্রমাণ পাওয়া যাবে। অন্যদিকে অভিযুক্ত পঞ্চায়েত প্রধানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।