স্বরূপনগরে ফের বিরোধী শিবিরে ভাঙ্গন।
বসিরহাট মহকুমার স্বরূপনগর বিধানসভার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গুনরাজপুর এলাকায় রবিবার রাত্রিবেলা তৃণমূলের সংবর্ধনা অনুষ্ঠানে বিজেপি সিপিএম থেকে ৩০০ জন নেতা-কর্মী সমর্থক মিছিল করে তৃণমূলের সংবর্ধনা অনুষ্ঠানে তৃণমূলে যোগদান করলেন।তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন স্বরূপনগরের বিধানসভার বিধায়ক বিনা মন্ডল, বনভূমি কর্মদক্ষ জিয়াউর রহমান মোল্লা, তৃণমূল নেতা শহিদুল গাজী। এদিন বিজেপি থেকে আসা সুপদ সরদার, সিপিএম থেকে আসা রহিমা বিবি জানান, “আমরা এই দলে থেকে কাজ করতে পারছিনা। উন্নয়নের শরিক হতে তাই আমরা তৃণমূলে যোগদান করলাম। যেভাবে কলকাতা পৌরনিগমের ভোটে বিরোধীরা একেবারে শূন্য হয়ে পড়ছে ,তাতে আমরা হতাশ। যোগ্য নেতৃত্বের অভাব, তাই দলে যোগদান করলাম।”স্বরূপনগরের বিধায়ক বিনা মন্ডল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের শরিক হতে দলে দলে তৃণমূলে যোগদান।পাশাপাশি যেসব নির্বাচনগুলো হচ্ছে তাতে তৃণমূল কংগ্রেস যেভাবে জয় লাভ করছে,তাতে দিশেহারা বিরোধী শিবির তাই তারা তৃণমূলে যোগদান করলেন। আগামী পঞ্চায়েত নির্বাচনে, এখানে আমাদের শক্ত সংগঠন হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।”
