স্বর্ণ ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার মুর্শিদাবাদের সালারে
তারভর নিখোঁজ থাকার পর বাড়ির পাশের ঝোপ থেকে স্বর্ণ ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। শনিবার এই ঘটনা মুর্শিদাবাদ জেলার সালার থানার মালিহাটী গ্রামে। পুলিশ জানিয়েছে বছর বিয়াল্লিশের মৃত ব্যবসায়ীর নাম সঞ্জয় দে। এদিন সকাল ১০ টা নাগাদ সালার থানার পুলিশ ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। কান্দরা মোড়ে সঞ্জয় দের একটি সোনা-রূপার দোকান রয়েছে। কি কারণে এই ঘটনা তা নিয়ে ধন্দে পরিবারের লোকজন সহ সালার থানার পুলিশ। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে মৃত্যুর কারণ খতিয়ে দেখতে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।