নাকা চেকিং চালানোর সময় সাফল্য মালদহের মানিকচক থানার পুলিশের। একাধিক নামিদামি কোম্পানির চুরির মোবাইল ফোন সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করলো মালদহের মানিকচক থানার পুলিশ।রবিবার ধৃতকে মালদা জেলা আদালতে পাঠিয়ে তদন্ত নেমেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে মানিকচকের চন্ডিপুর এলাকায় নাকা চেকিং চালাচ্ছিল মানিকচক থানার পুলিশ। সেই সময় সন্দেহ ভাজন একজন বাইক আরোহীকে দাঁড় করিয়ে তল্লাশি চালালে তার কাছ থেকে নামিদামি কোম্পানির অবৈধ ১২ টি মোবাইল ফোন উদ্ধার হয়। এরপরই পুলিশ ধৃতকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। ধৃতের কাছ থেকে একটি মোটর বাইকও পুলিশ হেফাজতে নিয়েছেন।
এদিকে, পুলিশের প্রাথমিক অনুমান উদ্ধার হওয়া মোবাইল ফোন গুলি চুরির রয়েছে। ধৃতের নাম সাইদুর রহমান বাড়ি মানিকচক থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বালুটোলা এলাকায়।
পাশাপাশি, পুলিশ জানিয়েছেন মালদা শহরের দিক থেকে মানিকচকের উদ্দেশ্যে মোটর বাইকে করে আসছিলেন ধৃত ব্যক্তি। এই মোবাইলগুলি অবৈধভাবে বিক্রি করার উদ্দেশ্য ছিল বলেই প্রাথমিক অনুমান পুলিশের। সমস্ত মোবাইলে নামিদামি কোম্পানির। সবমিলে বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। ধৃতকে রবিবার মালদা জেলা আদালতে পেশ করেছে মানিকচক থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 5 =