স্বাধীনতার ৭৫ তম বর্ষে অমৃত মহোৎসব যাত্রায় কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর
স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে অমৃত মহোৎসব যাত্রা শনিবার সকালে শুরু হয় ঠাকুরনগর থেকে। শতাধিক বাইক নিয়ে এদিন বিজেপি কর্মীরা যাত্রা শুরু করেন গাইঘাটা বিধানসভার প্রায় ৪০ কিলোমিটার রাস্তা জাতীয় পতাকা নিয়ে পরিক্রমা করেন বিজেপি কর্মীরা, নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও গাইঘাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুব্রত ঠাকুর। শনিবার উত্তর ২৪ পরগনা জেলার ঠাকুর নগর স্টেশন সংলগ্ন এলাকা থেকে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুরের উপস্থিতিতে হর ঘর তিরঙ্গা যাত্রা শুরু হয়, গাইঘাটা, চংদহ,গোবরডাঙ্গা,পাঁচপোতা হয়ে ঠাকুরনগরে ফিরে আসেন। প্রায় ৪০ কিলোমিটার রাস্তা পরিক্রমা করে।
সময় হলে গণতন্ত্রের রায় মানুষ তৃণমূলকে দেবে, স্বাধীনতার ৭৫ তম বর্ষে অমৃত মহোৎসব যাত্রায় বললেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী। তৃণমূলের পরিচয় মানুষ জেনে গিয়েছে, মানুষ তার যোগ্য জবাব দেবে, গণতন্ত্রের রায় সময় হলে দেবে। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর শনিবার সকালে সাংবাদিকদের সামনে এ কথা বলেন।