স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে শিয়ালদা দক্ষিণ শাখার রেল পুলিশের পক্ষ থেকে বাইক র্যালি
স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে কেন্দ্র সরকারের পক্ষ থেকে নানান কর্মসূচির আয়োজন করা হয়েছে তার নাম দেওয়া হয়েছে অমৃত উৎসব আর এই অমৃত উৎসবের পিছিয়ে নেই রেল। রেল পুলিশের উদ্যোগে দেশের স্বাধীনতার নেপথ্য কাহিনী ও নেপথ্য বীরদের কথা তুলে ধরতে দেশের বিভিন্ন প্রান্তে বাইক র্যালি করছে। ১৪ আগস্ট দিল্লিতে গান্ধী মূর্তির পাদদেশ একত্রিত হবে। শিয়ালদাহ দক্ষিণ শাখার তেমনি আজ ২৫ জনের একটি টিম সোনারপুর ,ক্যানিং ,বারুইপুর ,লক্ষ্মীকান্তপুর ঘুরে বেড়ালেন। এবং সেখানে ই দেশের বীর সৈনিকদের ছবি সঙ্গে নিয়ে বাইক র্যালির মাধ্যমে মানুষজনকে সচেতন করতে তারা বেরিয়ে পড়েন। তবে এই দিন ক্যানিং রেলস্টেশনের তাদের র্যালি এসে পৌঁছালে তাদেরকে সংবর্ধনা দেয়া হয়। তবে রেল পুলিশের আধিকারিক জানিয়েছেন শিয়ালদাহ ডিভিশনের চারটি দলের ভাগ হয়ে তারা বিভিন্ন রেলস্টেশন স্পর্শ করে তারা আবার ফিরে যাবেন।