স্বাধীনতা দিবসের দিন কর্মদক্ষতার জন্য ১২ জন পুলিশ আধিকারিকদের পুরস্কার প্রদানের সিদ্ধান্ত রাজ্য সরকারের। 

স্বাধীনতা দিবসের দিন কর্মদক্ষতার জন্য ১২ জন পুলিশ আধিকারিকদের পুরস্কার প্রদানের সিদ্ধান্ত রাজ্য সরকারের।

এবছর স্বাধীনতা দিবসের ৭৫ তম বর্ষপূর্তি। আর সেই দিন কর্ম দক্ষতার জন্য পদক পাচ্ছেন এরাজ্যের বেশ কয়েকজন পুলিশ অফিসার। দুটি বিভাগের ভিত্তিতে মোট ১২ জন পুলিশ অফিসারকে পুরস্কৃত করা হবে।স্বরাষ্ট্র এবং পার্বত্য দপ্তরের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে বিজ্ঞপ্তি জারি করে। দুটি বিভাগে আইপিএস আধিকারিকদের পদক দেওয়া হবে বলে জানানো হয়েছে প্রশাসনিক তরফে। অসাধারণ কর্মদক্ষতার জন্য ৫ জন এবং প্রশংসনীয় কর্মদক্ষতার জন্য ৭ জন আধিকারিককে পুরস্কৃত করা হবে।সাফল্যের সঙ্গে বিভিন্ন তদন্তের নিষ্পত্তি করার জন্যই তাঁদের পুরস্কৃত করা হচ্ছে। আগামী ১৫ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পদক প্রদান করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 − 9 =