স্বাধীনতা দিবসের প্রাক্কালে সীমান্তবর্তী এলাকায় চাঁচল পুলিশের তল্লাশি অভিযান

আর দুদিন বাদেই ভারত জুড়ে উদযাপন করা হবে ৭৫ তম স্বাধীনতা দিবস।গোটা দেশের পাশাপাশি চাঁচলেও পালন করা হবে স্বাধীনতা দিবস।তার আগেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।এদিকে পুলিশ-প্রশাসনও তৎপরতা দেখাতে শুরু করে দিয়েছে।ওই দিনটিতে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে আটোসাটো নিরাপত্তা করা হচ্ছে চাঁচল জুড়ে।বিশেষ করে সীমান্তবর্তী এলাকার নাকা চেকপোস্টে নিরাপত্তা আরোও জোরদার করা হয়েছে।স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শনিবার চাঁচল থানার মাধবপুর চেকপোস্টে চললো নাকা তল্লাশি।এদিন দুপুরে চাঁচল থানার আইসি পর্ণেন্দু কুন্ডুর নেতৃত্বে মাধবপুর ব্রীজে নাকা চেকিং পয়েন্টে চলে জোরদার তল্লাশি।দিনাজপুর ও মালদা থেকে আগত ছোটো-বড়ো যানবাহন গুলিকে দাঁড় করিয়ে চলে পুলিশের নাকা তল্লাশি।এমনকি বাস থামিয়ে সন্দেহ মূলক যাত্রীদের ব্যাগ খুলি দেখা হয়।তবে পুলিশ জানায় সন্দেহ জনক কিছু পাওয়া যায়নি।মাধবপুর ব্রীজ সহ বিহার সীমান্ত স্বরুপগঞ্জ ও নলকুটিয়া,মালতীপুর,মালাহার সহ বিভিন্ন চেকপোস্টে দুদিন ধরে দিবারাত্র তল্লাশি অভিযান চলবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 12 =