আরজি কর মামলায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল অন রেকর্ড এটাকে সুইসাইড কেস বলে তদন্তের আগেই ইতি টেনে দিয়েছিল। এটা তো ভয়ঙ্কর অপরাধ। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই কাজ করেছেন তিনি। আমি বিরোধী দলনেতা হয়ে আমি প্রথম দাবি জানাচ্ছি সিবিআই তদন্তে কোর্ট তদারকি হোক। সেটা অবিলম্বে হোক। অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে। নষ্ট করা হয়েছে প্রমাণ, আর যেন না করতে পারে। CBI-র উদ্দেশে বলব, অবিলম্বে বিনীত গোয়েল, ডাঃ এসপি দাস এবং ডাঃ সন্দীপ ঘোষকে আটক করুন, অবিলম্বে এবার নবান্ন চলুন। সবাই রাস্তায় নামুন, নবান্ন থেকে তাড়াতেই হবে মন্তব্য শুভেন্দু অধিকারীর।