স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে স্বামীজীর পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন ধুপগুড়িতে।
বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ১৬০ তম জন্মজয়ন্তী উপলক্ষে বুধবার ধূপগুড়ি ব্লকের কদমতলায় বিবেকানন্দ ক্লাব ও পাঠাগারের ব্যবস্থাপনায় এবং পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে স্বামীজীর ১৬০ তম জন্মবার্ষিকী পালন করা হয়।এদিন প্রভাতফেরির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।এমনকি কদমতলা মোড় চত্বরে স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তির উন্মোচন করা হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ মজুমদার,ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা,পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং,জেলা পরিষদের সদস্যা মমতা সরকার বৈদ্য, ডঃ কৃষ্ণ দেব সহ অন্যান্য ব্যক্তিবর্গ। ক্লাবের পক্ষ থেকে এদিন বর্ণাঢ্য শোভাযাত্রা ও রাভা নৃত্যের মাধ্যমে অতিথিদের বরণ করা হয়। ক্লাব সদস্যরা জানিয়েছেন,কোভিড বিধি মেনে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী পালন করা হল।পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং এর উদ্যোগে স্বামীজীর পূর্ণাবয়ব মূর্তি স্থাপন করা হয়েছে। যাতে করে আগামী দিনে এলাকার যুবরা স্বামীজীর আদর্শে অনুপ্রাণিত হতে পারে।