স্বামী বিবেকানন্দের ১৫৯ তম জন্মতিথি উৎসব পালিত হচ্ছে বেলুড় মঠে।

বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব পালিত হচ্ছে বেলুড় মঠে। তবে কোভিড অতিমারীর কারণে জন্মতিথি উৎসবেও ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রয়েছে বেলুড় মঠে এদিন সকালে স্বামীজীর মন্দিরে মঙ্গলারতি, বেদপাঠ ও স্তবগান, বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। এরপর দুপুরে হোম এবং সন্ধ্যায় শ্রীশ্রীঠাকুরের আরতির পর সন্ধ্যারতির আয়োজন করা হয়েছে। এছাড়াও স্বামীজীর ঘরে উচ্চাঙ্গ সংগীত, ধ্রুপদ, খেয়ালের আয়োজন করা হয়েছে। শ্রীরামকৃষ্ণ মন্দিরের নাটমন্দিরে বিবেকানন্দ গীতি, কঠোপনিষদ পাঠ, ভজন, যন্ত্রসংগীতের আয়োজন করা হয়েছে। বিকেলে সেখানেই স্বামী বিবেকানন্দের জীবন ও বাণী বিষয়ে ধর্মসভা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, আগামী ১০ ফেব্রুয়ারি’ ২০২১ থেকে ভক্ত ও দর্শনার্থীদের জন্য বেলুড় মঠের প্রবেশদ্বার খোলা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − sixteen =