স্বাস্থ্য সাথী কার্ডের ২৫কোটি টাকা পাওনা স্বাস্থ্য ভবন থেকে, টাকা না পেয়ে ঔষুধ সরবরাহ বন্ধের মুখে

রাজ্যের একমাত্র সরকারি হার্টের হাসপাতাল নদিয়ার কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতাল। জানা যায় ,হাসপাতালে স্বাস্থ্য সাথী কার্ড এর প্রায় আড়াই কোটি টাকার বেশি বকেয়া রয়েছে। ফলে স্বাস্থ্য পরিষেবায় ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছে গান্ধী মেমোরিয়াল হাসপাতাল।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ফান্ড এর অভাবে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। পিপিপি মডেল যারা হাসপাতালে সাথে ওষুধসহ বিভিন্ন মেডিকেল ইকুইপমেন্ট এর সরবরাহকারী রয়েছে তাদেরও প্রচুর টাকা বাকি রয়েছে। এমনকি ওষুধ সরবরাহকারী ভেন্ডার প্রায় ৮০ লক্ষ টাকা পায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে।‌ ওষুধ ইকুইপমেন্ট সরবারহ কারি সংস্থা স্বীকার করেছেন টাকা ঠিকমতো না পাওয়ায় অসুবিধা হচ্ছে সরবরাহ করতে। তবে যতটা তাদের পক্ষে সম্ভব তারা চেষ্টা করছেন স্বাস্থ্য সাথী কার্ড এর ওষুধ দিয়ে দেওয়ার। কলকাতা অন্য ফান্ডের কিছুটা টাকা থাকায় পেসমেকার সহ কিছু ইকুপমেন্ট কেনা হয়েছে। বর্তমানে অপেক্ষারত কোন রোগী নেই এবং হাসপাতালেও প্রেস মেকার সরবরাহ সঠিকভাবে রয়েছে। ফলে বহির্বিভাগ ও অন্তবিভাগের রোগীদের অনেক ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে। বাইরে থেকে ওষুধ কেনার বিষয়টিও হাসপাতাল সুপার মেনে নিয়েছেন। অপরদিকে রোগী ও রোগীর আত্মীয়রা হাসপাতাল থেকে সব ওষুধ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − 4 =