সৎকার নিয়ে উঠছে প্রশ্ন, আজ সিবিআই দফতরে হাঁসখালির নির্যাতিতার মা ও জ্যাঠতুতো দাদা

সৎকার নিয়ে উঠছে প্রশ্ন, আজ সিবিআই দফতরে হাঁসখালির নির্যাতিতার মা ও জ্যাঠতুতো দাদা

হাঁসখালিকাণ্ডে এবার সিবিআই দফতরে ডাকা হল নির্যাতিতার মা ও জ্যাঠতুতো দাদাকে। সিবিআই সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে দফায় দফায় নাবালিকার মা, বাবাকে জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করা হয়েছে। এরপর শনিবার ফের নির্যাতিতার মা ও জ্যাঠতুতো দাদাকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআইয়ের ডিআইজি অখিলেশ সিং। সূত্রের খবর, হাঁসখালিকাণ্ডে বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে চান কেন্দ্রীয় গোয়েন্দারা।

সৎকার করেছিল কারা?

৫ এপ্রিল সকালে হাঁসখালির নির্যাতিতার সৎকার করেছিল কারা? এবার বিস্ফোরক দাবি করেন গ্রামের শ্মশানের কর্মী! সেখানে তাঁর স্পষ্ট কথা, ডেথ সার্টিফিকেট লাগে না, সেদিন বাঁশে বেঁধে, মাদুরে পেঁচিয়ে মেয়েটির দেহ পোড়ানোর জন্য আনে কয়েকটি ছেলে। সঙ্গে দু’তিন জন বয়স্ক লোকও ছিল। বাবা পরে এসেছিল। কিন্তু ময়নাতদন্ত না করে, তড়িঘড়ি সৎকার করা হল কেন? এই প্রসঙ্গেই বিস্ফোরক অভিযোগ করেন মৃতার বাবা। এই প্রেক্ষিতে শুক্রবারই শ্মশানের কর্মীর বয়ানেও উঠে আসে, অল্প বয়সী ছেলেদের কথা! সেই অল্প বয়সীরা কারা? অপরাধ ধামাচাপা দিতেই কি তারা সক্রিয় হয়ে উঠেছিল? এর উত্তর খুঁজে বের করাটাই এখন সিবিআইয়ের চ্যালেঞ্জ!গত ৫ এপ্রিল যে শ্মশানে নাবালিকার সৎকার হয়েছিল, শুক্রবার সেখান থেকে নমুনা সংগ্রহ করেন কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবের বিশেষজ্ঞরা। নির্যাতিতার বাড়ি থেকে সংগ্রহ করা নমুনা সঙ্গে মূল অভিযুক্তর বাড়ি থেকে উদ্ধার হওয়া নমুনার DNA TEST-এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাঁসখালিকাণ্ডে নির্যাতিতার পরিবার কি সুবিচার পাবে? উত্তর দেবে সময়ই।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 3 =