বজবজে ক্যাব চালকের সততার নজির, গাড়িতে ফেলে যাওয়া কয়েক লক্ষ টাকার সোনার গহনা সহ ব্যাগ ফিরিয়ে দিলেন ক্যাব চালক।ঘটনাটি বজবজ থানা এলাকার।পুলিশ সূত্রে খবর বজবজের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রিয়াঙ্কা প্যারেডা তার পরিবারের মহিলা সদস্যদের নিয়ে বেশ কয়েকটি ব্যাগ নিয়ে উড়িষ্যা থেকে কলকাতায় ফিরে বাবুঘাট থেকে সকাল সাড়ে পাঁচটা নাগাদ একটি ক্যাব বুক করে বজবজে ফেরেন। আনুমানিক সকাল ছয়টা নাগাদ বাড়ি ফিরে প্রিয়াঙ্কা লক্ষ্য করেন তিনি সব ব্যাগ নিলেও তার ব্যক্তিগত ব্যক্তি গাড়ির মধ্যেই ফেলে রেখে এসেছে। ব্যাগে এটিএম কার্ড সহ আনুমানিক প্রায় ৯ ভরী সোনা গহনা এবং রুপোর গহনা ছিল। এরপর বজবজ তদন্ত কেন্দ্রে গোটা বিষয় জানালে পুলিশের তৎপরতায় ওই অ্যাপ ক্যাব চালকের সাথে যোগাযোগ করা হয়। তারপরই গাড়িচালক এসে বজবজ থানায় সেই ব্যাগ ফিরিয়ে দেন। বজবজ থানার পুলিশের তৎপরতা এবং গাড়ি চালকের সততায় অত্যন্ত খুশিহয় প্রিয়াঙ্কার পরিবারের সদস্যরা খুশি হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 + 5 =