সৎ মায়ের অত্যাচারে স্কুলছাত্রী আত্মঘাতী।

সৎ মায়ের অত্যাচারে স্কুলছাত্রী আত্মঘাতী।

ঘটনাটি ঘটেছে মালিপাঁচঘড়া থানার ঘুসুড়ি নস্কর পাড়া তে |
ঘটনার জানাজানি হতেই প্রতিবেশীদের হামলার মুখে মৃতার বাবা মা | অভিযোগ প্রতিদিন সৎ মা আগের পক্ষের দুই ছেলে মেয়ের উপর অত্যাচার চালাতেন অভিযোগে প্রতিবাশিরা। আত্মঘাতী ছাত্রীর ভাইয়ের অভিযোগ গতকাল রাতে রাজ্য সরকারের দেওয়া মোবাইল নিয়ে পড়াশোনা করছিল বোন নেহা শর্মা সৎ মা এসে সেই সময় ফোন কেড়ে নিয়ে যায় এবং মারধর করে। ভাই জানায় আজকে দিদি নেহা শর্মার পরীক্ষা ছিল সেই কারণে গত রাতে মোবাইল নিয়ে পড়াশোনা করছিলেন মা কেড়ে নেওয়া তে সেই পড়াশোনার ব্যাঘাত ঘটে আর আজকের পরীক্ষাটা ঠিক ভাবে দিতে পারবে না বলে হয়তো এই ঘটনা ঘটিয়েছে নেহা শর্মা | প্রতিবেশীদের অভিযোগ মা-বাবার অত্যাচারের কারণেই আত্মঘাতী হয়েছে স্কুল ছাত্রী। মারধর করা হয় নেহার বাবা ও মা কে, পুলিশ এসে দুজনকে উদ্ধার করে নিয়ে যায় | স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে কাউন্সিলর আর পুলিশ | পুলিশ এসে সৎ মা আর বাবাকে আটক করে ও দেহ উদ্ধার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 + nine =