সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো কাঁকসা থানার এক পুলিশ কর্মীর।
ঘটনাটি ঘটেছে কাঁকসার রাজবাঁধে দু নম্বর জাতীয় সড়কের উপর বুধবার ভোরে।
পুলিশ সূত্রে জানা গেছে কাঁকসার রাজবাঁধে দু নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনাগ্রস্থ একটি লরি অন্যত্র সরানোর কাজ শুরু করেছিল পুলিশ কর্মীরা। সেই সময় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের দাঁড়িয়ে থাকা পুলিশ ভ্যানে ধাক্কা মারে। দুর্ঘটনায় কাঁকসা থানার এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয় ঘটনাস্থলেই। গাড়িতে থাকা এক পুলিশ অফিসার ও আরও দুই পুলিশ কর্মী গুরুতর আহত হয়। কাঁকসা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে পাঠায়। গুরুতর আহত অবস্থায় দু জন পুলিশ কর্মী দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এক পুলিশ কর্মীকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।