হঠাৎ করেই যুদ্ধবিমানের দেখা মিলল কলকাতা বিমানবন্দরে।

হঠাৎ করেই যুদ্ধবিমানের দেখা মিলল কলকাতা বিমানবন্দরে।

বিমানবন্দরের এপ্রন এরিয়াতে সার দিয়ে দাঁড়িয়ে একাধিক যুদ্ধ বিমান।একটা, দুটো, তিনিটে নয়।একসাথে ৯টা যুদ্ধ বিমান।সবগুলিই কোরিয়ান যুদ্ধবিমান (টি৫০বি)।কালো-হলুদ রঙের বিমানের গায়ে লেখা ব্ল্যাক ঈগলস।
তবে কি কোথাও কোন যুদ্ধ বাধল? এই প্রশ্ন যখন উঁকি মারছে বিমানবন্দরে কর্তব্যরত কর্মীদের মধ্যে তখন অভয় দিচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ।বুধবার কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ ট্যুইট করে জানায় দক্ষিণ কোরিয়ার ওই যুদ্ধ বিমানগুলি কলকাতা বিমানবন্দরে নেমেছে জ্বালানি ভরার জন্য এবং পাইলটদের বিশ্রামের জন্য।এটি আসলে যারা যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষন নিচ্ছেন মূলত তাঁদের জন্য এই এয়ার ক্র্যাফট ব্যবহার করা হয়।কোরিয়ার এই ৯ টি বিমান ইংল্যন্ড গিয়েছিল ব্রিটিশ এয়ার শোতে অংশ নিতে।এরা মঙ্গলবার কলকাতায় নামে জ্বালানি ভরতে এবং বিশ্রাম নিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine + 7 =