আটদিন মাসির বাড়ি তে কাটিয়ে নয় দিনের দিন রথে করে বাড়ি ফিরছেন জগন্নাথ দেব।শ্রীরামপুরের মাহেশের উল্টোরথেও ভিড় উপচে পড়ল।রথের দিন প্রচন্ড গরমেও মানুষের ঢল নেমেছিল মাহেশে।আজ উল্টোরথের আগে বৃষ্টিতে আবহাওয়া অনেকটাই মনোরম থাকায় জগন্নাথ দেবের ভক্তদের ঢল নামল রথের পথে।সকাল থেকেই মাসির বাড়ি তে জগন্নাথ দেব বলরাম সুভদ্রার পুজা অর্চণা হয়। বিকেল চারটেয় শুরু হয় রথের রশি তে টান।তোপধ্বনি সহকারে রথের রশি টেনে নিয়ে যেতে থাকে ভক্তরা।আবার তোপধ্বনি তেই থমকে যায় রথের চাকা।মাহেশের রথে অন্যতম ঐতিহ্য এই তপোধ্বনি।এটাই মাহেশের রথে পরমপরা।বছরের পর বছর ধরে এই রীতি মেনে হয়ে আসছে মাহেশের রথ।রথ যাত্রা সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসি পদ মর্যাদার আধিকারির উপস্থিত থাকেন। রথের নিরপত্তার জন্য বহু পুলিশ মোতায়েন থাকে।তারই মধ্যে চিরাচরিত রীতি মেনে পুলিশের বন্দুক থেকে এই তোপধ্বনি দেওয়া হয়।এই ভাবেই জগন্নাথ মন্দিরে ফিরবেন জগন্নাথ বলরাম সুভদ্রা।শেষ হবে ৬২৮ বছরের প্রাচীন রথযাত্রা।আবার এক বছরের অপেক্ষা রথযাত্রার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven − three =