বিসর্জনের সময় জলপাইগুড়ির মালবাজারে ঘটে গেলো মর্মান্তিক দুর্ঘটনা।প্রতিমা বিসর্জনের সময় হঠাৎ হড়পা বান। বিজয়ার বিসর্জনের মাঝে শোকের আবহ।মালবাজারের মাল নদীতে প্রতিমা নিরঞ্জনে গিয়ে হড়পা বানের টানে নদীতে তলিয়ে গিয়েছেন অনেকে। প্রায় ৪০ জন নিখোঁজ। শেষ খবর পাওয়া পর্যন্ত, ৮ জনের মৃত্যুর খবর মিলেছে এখনও। এনডিআরএফ উদ্ধারকাজ চালাচ্ছে জোরকদমে। আশঙ্কা করা হচ্ছে, আরও বাড়তে পারে মৃতের সংখ্যা। বিজয়া দশমীর সন্ধেয় ঘটে যাওয়া মর্মান্তিক যে দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিসর্জনেই সময়ই ধেয়ে আসে হড়পা বান।রাত সাড়ে ৮ টা নাগাদ মাল এলাকার বিভিন্ন মণ্ডপের ও বিভিন্ন চা বাগানের পুজোর প্রতিমা নিয়ে আসা হয়। সেই সময়ই মাল নদীতে হঠাৎই আসে হড়পা বান। যা ভাসিয়ে নিয়ে যায় অনেককে। শিশু কোলে মহিলা সহ মোট ৩০ থেকে ৪০ জনের নিঁখোজ হয়ে যায় জলের তোড়ে। যে দুর্ঘটনার পরই সেখানে ছুটে আসে এনডিআরএফ। রাতের দিকে অন্ধকার থাকায় প্রথমে কিছুটা উদ্ধারকাজ ব্যাহত হলেও পরে আলোর ব্যবস্থা করে জোরকদমে শুরু হয় উদ্ধারকাজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − 2 =