মাল নদীতে প্রতিমা নিরঞ্জন চলাকালীন বুধবার রাতে আচমকা আসে হড়পা বান। সে সময় নদীতে থাকা অনেক মানুষ প্রাণ বাঁচাতে দিক বেতিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে শুরু করেছিল। সেদিন প্রতিমা বিসর্জনের সময় হড়পা বানে আটজন প্রাণ হারায়। সেই দুর্যোগের সময় মানুষের প্রাণ বাঁচাতে দেবদূত হয়ে দেখা দিয়েছিলেন তেসিমিলা গ্রাম পঞ্চায়েত এলাকার যুবক মোহাম্মদ মানিক। সকলে যখন নদী থেকে উঠতে মরিয়া চেষ্টা করেছিল, ঠিক তখন নিজের জীবন বাজি রেখে নদীতে ঝাঁপিয়ে পড়েন মানিক। প্রতিমা বিসর্জন দেখার জন্য বন্ধুদের সাথে তিনি মালবাজার গিয়েছিলেন মানিক। আচমকাই হড়পা বান এসে সবকিছু তছনছ করে দেয়। বিপর্যয় দেখে তিনি নদীতে ঝাঁপিয়ে পড়ে হড়পা বান থেকে ৮ থেকে ৯ জনকে উদ্ধার করেন। বানে ভেসে যাওয়া মানুষদের উদ্ধার করতে গিয়ে তার পায়ের আঙুল কেটে যায়। এত মানুষের প্রাণ বাঁচিয়ে বর্তমানে মাল বাজারের হিরো মানিক। মানিকের এই মহৎ কাজের জন্য প্রশংসায় পঞ্চমুখ সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনিক কর্তারাও। দেবদূত মানিক মোহাম্মদকে সংবর্ধনা জ্ঞাপন করতে তার বাড়িতে ভিড় জমে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten − 1 =