হবিবপুরে নদীয়া দক্ষিণ বিজেপি এসসি মোর্চার সভাপতির গাড়ি লক্ষ্য করে গুলি ?অল্পের জন্য প্রাণে রক্ষা

এদিন রাতে নদীয়ার দক্ষিণ জেলা বিজেপি মোর্চার সভাপতি অঙ্কন সরকারের লক্ষ্য করে দুই দুষ্কৃতী গুলি ছোড়ে।এ বিষয়ে অঙ্কন বাবু বলেন তিনি চাকদায় দলীয় একটি সভা করে ফিরছিলেন ফুলিয়ার বাড়িতে হবিপুরের আগে দোয়ার পাড়ে হঠাৎ ২ যুবক মোটরসাইকেল করে এসে তার গাড়ি থামানোর জন্য অকথ্য ভাষায় গালিগালাজ করে, বিপদ বুঝে গাড়ি চালাতে শুরু করার পরেই গাড়ির পেছনে ডান দিকে একটি অংশে প্রচন্ড আওয়াজ হয়, তিনি হবিবপুরে গাড়ি থামিয়ে লক্ষ্য করেন বুলেটের মতন কিছু একটি গর্ত হয়েছে তার গাড়িতে। ঘটনাস্থল থেকে দলের এমএলএ এমপিদের ফোন করলেন তারা, লিখিত অভিযোগের পরামর্শ দেন তারপর অঙ্কন বাবু রানাঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ এসে সমস্ত বিষয়টি খতিয়ে দেখেন। বর্তমানে রানাঘাট থানার পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 3 =