বিশ্বকাপের (Women’s T20 World Cup 2024) সেমিফাইনালে পৌঁছতে প্রয়োজন ছিল ১৫২ রান। শুরুটা বেশ ভালই করেছিলেন শেফালি বর্মা। তবে তিনি বেশিদূর টানতে পারেননি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপে ভারতকে ম্যাচ জেতাতে ফের একবার হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) কাঁধে দায়িত্ব এসে পড়ে। দীপ্তি শর্মার (Deepti Sharma) সঙ্গে মিলে চতুর্থ উইকেটে তিনি ৬৩ রানের পার্টনারশিপ গড়েন। ব্যক্তিগত অর্ধশতরানও হাঁকান। তবে সেই পার্টনারশিপ আসে ৫৪ বলে। মন্থর পিচে হরমনপ্রীত, দীপ্তি হয়তো রানের গতিবেগ বাড়াতে একটু বেশিই দেরি করে ফেলেছিলেন বলে মনে করছিলেন বিশেষজ্ঞরা।
শেষমেশ হলও তাই। হরমনপ্রীতরা পারলেন না। অস্ট্রেলিয়া প্রমাণ করে দিল কেন তাঁরা বিশ্বচ্যাম্পিয়ন। ম্যাচের মাঝেই অস্ট্রেলিয়া প্রথম দল হিসাবে সরকারিভাবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল। তবে তার জন্য একচুলও জমি ছাড়েননি না থালিয়া ম্যাকগ্রারা। এই নাছোড় মনোভাবই যে তাঁদের সাফল্যমন্ত্র, তা বলাই বাহুল্য। শেষমেশ নয় রানে ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া। এই নিয়ে টানা ১৫টি ম্যাচ জিতল অস্ট্রেলিয়া। ভারতের সেমিফাইনালে পৌঁছনো এখন আর তাঁদের হাতে নেই। পাকিস্তান বনাম নিউজ়িল্যান্ডের ম্যাচের ওপর নির্ভর করবে হরমনপ্রীতদের শেষ চারে পৌঁছনোর ভাগ্য।