বৃহস্পতিবার বহরমপুরের হরিদাসমাটি এলাকায় রনি হালদারের পরিবারের সঙ্গে দেখা করলেন সাংসদ অধীর চৌধুরী। তিন দিন নিখোঁজ থাকার পর গতকাল কথা বুধবার ভাগীরথী নদীতে রনি হালদারের মৃতদেহ ভাসতে দেখে এলাকার বাসিন্দারা। আজ তার পরিবারের সঙ্গে দেখা করলেন। রনি হালদারের পরিবারের লোকজন অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে কথা বললেন। অভিযুক্ত রিন্টু বিশ্বাসের কঠোরতম শাস্তির দাবিও তুলেন পরিবারের লোকজন দাবিও তুলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর কাছে। প্রসঙ্গত গত ১৩ ই আগস্ট রাত থেকে কৃষ্ণ মাটি এলাকার রনি হালদার নামে ওই কিশোর নিখোঁজ হয়ে যায়। অভিযোগ উঠেছিল গ্রামের এক ব্যক্তি ওই কিশোরকে ১৩ ই আগস্ট রাত্রে নিজের বাড়িতে খুন করার পর ভাগীরথী নদীতে ফেলে দিয়েছেন। গ্রামের এক প্রত্যক্ষদর্শী সোমবার দুপুরে বিষয়টি বলতেই ক্ষিপ্ত হয়ে যায় এলাকাবাসীরা। অভিযুক্ত রিন্টু বিশ্বাসের বাড়ি ঘেরাও করে শুরু হয় বিক্ষোভ। ঘটনাস্থলে ছুটে আসে বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী। অবশেষে বুধবার ভোরবেলায় বাড়ির অনতিদূরে ওই কিশোরের মৃতদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। ময়নাতদন্ত সম্পন্ন হবার পর বৃহস্পতিবার হরিদাসমাটিতে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের পরিবারের সঙ্গে দেখা করলেন ও পাশে থাকার আশ্বাস দেন।