হরিদ্বারে ঘুরতে গিয়ে খাদে গাড়ি, দুর্ঘটনায় মৃত্যু বাঙালি পর্যটক বারাকপুরের দেবমাল্য দেবনাথের।
ব্যারাকপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শ্যামাশ্রীপল্লির বাসিন্দা দেবমাল্য দেবনাথ (৪৩)। গত শনিবার ট্রেকিং করতে রওনা দেন তিনি।তিনি কাশিপুর গানসেল ফ্যাক্টরির কর্মী ছিলেন। এদিন সকালবেলা ট্রেকিং এর সময় গাড়িতে থাকা সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। জ্বলন্ত অবস্থায় গাড়িটি পাহাড়ের খাদে পড়ে যায়।
এদিন সকাল ১০.৩০ মিনিট নাগাদ হরিদ্বারে পৌঁছেছিলেন তারা এবং সেখান থেকে গঙ্গোত্রীতে রওনাও দিয়েছিলেন। চাম্বা পুলিশ স্টেশনের অন্তর্গত এলাকায় পাহাড়ের ধারে তাদের গাড়িটি নিয়ে পড়ে যায়।ঘটনাটি শোনার পর থেকে বারাকপুরে তার বাড়িতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। শোকের আবহে দেবমাল্য বাবুর বাড়িতে সমবেদনা জানাতে উপস্থিত হন বারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস।
