জমি বিবাদের ঘটনায় গ্রেপ্তার শাসকদলের স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী তথা তৃণমূল নেতা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লক্ষণপুর মিসকিমপুরে দুই বিঘা জমি নিয়ে শাসকদল ঘনিষ্ঠ দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ ঘটে। বিবাদের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। সংবাদ মাধ্যমের হাতে আসা একটি ভিডিও ফুটেজে দেখা যায় দুই গোষ্ঠীর রীতিমতো লাঠি উঠিয়ে তেড়ে যাচ্ছে উভয়ের দিকে। লাঠির আঘাতে দুই পক্ষেরই আহত হয় একাধিক। আহতদের নাম রাহানুল হক, শেখ উজ্জল, মুফিলুউদ্দিন, শেখ লতিফুর, হাসবি বিবি এবং শেখ নঈমুউদ্দিন। অপর পক্ষের আহত হয়েছে ৬ জন। শেখ আফতাবউদ্দিন, শেখ সাহাবুদ্দিন, তারিক আনোয়ার, তাকিম আলী, করিমউদ্দিন এবং এনামুল হক। দুই পক্ষের চারজনের অবস্থা যথেষ্ট গুরুতর। আহতরা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।
সেই খবর সম্প্রচারিত হয়। আর খবর সম্প্রচারিত হতেই ওই ঘটনায় গ্রেপ্তার স্থানীয় তৃণমূল নেতা। তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য কদম বানুর স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা মাসেদুল কে গ্রেপ্তার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। অভিযুক্ত তৃণমূল নেতাকে মঙ্গলবার চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে। আর যার ফলে এই ঘটনায় আরো স্পষ্ট হয়েছে শাসকদলের যোগ। জমি বিবাদের ঘটনা যেন কিছু তেই থামছে না হরিশ্চন্দ্রপুর এলাকায়।