হরিশ্চন্দ্রপুরে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন

মালদহের হরিশ্চন্দ্রপুরে মহাসমারোহে পালিত হল বিশ্ব আদিবাসী দিবস। মঙ্গলবার দিন হরিশ্চন্দ্রপুর আদিবাসী ইউনিটের পরিচালনায় এবং হরিশ্চন্দ্রপুর গড়গড়ি আদিবাসী ক্লাবের সহযোগিতায় গড়গড়ি আদিবাসী ফুলবল ময়দানে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হল বিশ্ব আদিবাসী দিবস।তবে হরিশ্চন্দ্রপুরের রাজপথে প্রভাত ফেরীর মধ্যদিয়ে বিশ্ব আদিবাসী দিবসের গুরুত্ব ও বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন সংগঠনের সদস্যরা। এছাড়াও হরিশ্চন্দ্রপুরের গড়গড়িতে যথাযথ মর্যাদায় এই দিনটি পালিত হয়। আদিবাসী গান, নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র,মাঝারি শিল্প ও বস্ত্র প্রতিমন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মর্জিনা খাতুন, হরিশ্চন্দ্রপুর ১ ব্লক সভাপতি মানিক দাস,পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ আদিত্য মিশ্র, জেলা তৃণমূল সাধারণ সম্পাদক বুলবুল খান,জম্মু রহমান ,জিয়াউর রহমান,রাহুল আমিন,বিমান ঝা ও তৃণমূল নেতা সঞ্জীব গুপ্তা সহ বিশিষ্ট জনেরা। উল্লেখ্য ১৯৯৪ সাল থেকে আনুষ্ঠানিক ভাবে এই দিনটি পালন করে আসছে বিশ্বের প্রায় ৩০ কোটি আদিবাসী। ১৯৯২ সালে রাষ্ট্রপুঞ্জ মানবাধিকার কমিশনের উন্নয়ন ও সংরক্ষণ উপকমিশনের কর্মকর্তারা তাদের প্রথম সভায় আদিবাসী দিবস পালনের জন্য ৯ আগস্টকে বেছে নেয়।আদিবাসী জনগণের মানবাধিকার, পরিবেশ উন্নয়ন, শিক্ষা ও সংস্কৃতি সম্পর্কিত বিভিন্ন সমস্যা নিরসনের লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা সুদৃঢ় করা ও গণসচেতনতা সৃষ্টি করাই বিশ্ব আদিবাসী দশক, বর্ষ ও দিবস পালনের মূল উদ্দেশ্য।
এদিন হরিশ্চন্দ্রপুর গড়গড়ি আদিবাসী ক্লাবের সম্পাদক হরতাল ওরাও বলেন ভূমি ও অরণ্য আইন কার্যকর বা প্রয়োগের মাধ্যমে অধিবাসীদের অরণ্যের জমি অধিকার ফিরিয়ে দিতে হবে,সারনা ধর্ম স্বীকৃতি এবং ভারতীয় সংবিধানে অষ্টম তপশিলিতে কুডুখ ভাষাকে অন্তর্ভুক্ত করতে হবে।এছাড়াও তিনি জানান হরিশ্চন্দ্রপুর গড়গড়ি আদিবাসী ক্লাবের ফুটবল মাঠটি জমি মাফিয়ারা দখল করে বিক্রি করছে,তার জন্য প্রসাশনের কাছে সাহায্যের আবেদন করেন।
রাজ্যের ক্ষুদ্র,মাঝারি শিল্প ও বস্ত্র প্রতিমন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন সমাজে পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের মূলস্রোতে তুলে আনতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। আদিবাসীদের জন্য বহু প্রকল্প হাতে নিয়েছে রাজ্য। আদিবাসীদের জীবন যাত্রার মানোন্নয়নে আমাদের সরকার একাধিক পদক্ষেপ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 2 =