পশ্চিমবঙ্গ সরকারের সমবায় দপ্তরের অর্থিক সহযোগিতায় এবং মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তুলসীহাটা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ব্যাবস্থাপনায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সেলাই প্রশিক্ষণ শিবির শেষ হলো রবিবার দিন। এদিন উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক বিপ্লব কুমার ঘোষ, হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের সমবায় কৃষি উন্নয়ন পরিদর্শক সন্দীপ হালদার,তুলসীহাটা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ম্যানেজার সাগর কর্মকার সহ বিশিষ্টজনেরা।
উল্লেখ্য স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে তুলসীহাটা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ব্যাবস্থাপনায় জুলাই মাসের ২২ তারিখ থেকে আগস্ট ২১ তারিখে পর্যন্ত স্বনির্ভর গোষ্ঠীর ৩০ জন মহিলাদের নিয়ে সেলাই প্রশিক্ষণ শিবির করা হয়।
এদিন স্বনির্ভর গোষ্ঠীর মহিলা রিনা প্রসাদ জানান ‘আমরা সবাই খুব ভাবে সেলাই প্রশিক্ষণ নিয়েছি, তবে আমাদের নিজস্ব কোন সেলাই মেশিন নেই, প্রশিক্ষণের পাশাপাশি সেলাই মেশিন দিলে বাড়িতে বসে না থেকে সেলাইয়ের কাজ করে স্বনির্ভর হতাম ।
এদিন উপস্থিত সমবায় কৃষি উন্নয়ন পরিদর্শক সন্দীপ হালদার জানান জুলাই মাসের ২২ তারিখ থেকে আগস্ট ২১ তারিখে পর্যন্ত স্বনির্ভর গোষ্ঠীর ৩০ জন মহিলাদের নিয়ে সেলাই প্রশিক্ষণ শিবির করা হলো। মহিলারা সেলাই প্রশিক্ষনের পাশাপাশি সেলাই মেশিন দাবি করলেন, তবে তাদের দাবিটি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + 3 =