হলদিয়ার দুর্গাচক থানা এলাকায় অজ্ঞাত পরিচয় একটি মৃতদেহ উদ্ধার। দুর্গাচক স্টেশনের পাশে কচুরিপানা ভর্তি জলাশয় থেকে উদ্ধার মধ্যবয়স্ক এক মৃতদেহ। আজ সকালে দুর্গাচক থানা খবর পেয়ে ঘটনাস্থলে আসে। পুলিশ জলাশয় থেকে মৃতদেহটিকে উদ্ধার করে। ঘটনাস্থলে গ্রামবাসীরা আতঙ্কের মধ্যে রয়েছে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে মৃতদেহটি অন্তত পাঁচ দিন আগের হবে। মৃতদেহটি পৌঁছে গেছে। মৃতদেহটি উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। মৃতদেহটির পরিচয় জানার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।