হলদিয়া পাঁশকুড়া রেললাইনে ইলেকট্রিকের তার ছিঁড়ে ট্রেন চলাচল ব্যাহত। রাজগোদা ও রঘুনাথ বাড়ির স্টেশনের্ মাঝে কোন্ঠিবাড় এলাকায় হাওড়া গামী রেলের তার ছিঁড়ে যায়, আর সেজন্যই হলদিয়া হাওড়া লোকাল দাঁড়িয়ে যায়। লোকাল ট্রেনের যাত্রীরা রাস্তায় দাঁড়িয়ে যায়। হলদিয়া পাঁশকুড়া ডাউন লাইনে প্যাসেঞ্জার ট্রেন থাকায় আপ লাইনে পাঁশকুড়া থেকে হলদিয়া দীঘা লাইনে ট্রেন গুলি ছাড়া হয়েছে। দুই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। ঘটনাস্থলে রেলকর্মীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল আটটা নাগাদ।