হলদিয়া পুরসভার কাউন্সিলের উদ্যোগে” কোভিড গ্রীন ভলেন্টিয়ার্স” টিম গঠন
হলদিয়া পুর এলাকার নাগরিকদের স্বাস্থ্য পরিষেবা দিতে হলদিয়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজগর আলি উদ্যোগে ৩০০ জন কোভিদ যুব যোদ্ধাদের নিয়ে গঠন করা হলো ” কোভিড গ্রীন ভলেন্টিয়ার্স” টিম। মাস্ক, সেনিটাইজার, ঔষধ পত্রের পাশাপাশি এম্বুলেন্স পরিষেবা যেমন থাকছে তেমনি ৮০০১৪৭৭২২৩ নম্বরে ফোন করে যে কোনো পরিষেবার জন্য ফোন করলে ২৪ ঘন্টা পরিষেবা প্রদান করা হবে। বৃহস্পতিবার সেই পরিষেবা প্রদানের অনুষ্ঠানিক শুভ সূচনা করা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ রাজ্য সরকার সাধারন মানুষকে সুস্থ রাখতে যেভাবে কাজ করছে সেই কাজে আমরাও সামিল হয়ে কাজ শুরু করেছি। করোনায় আক্রান্ত হয়ে যাতে কেউ মারা না যায় তার জন্য আমরা সদা তৎপর রয়েছি।
