হলদিয়ার আইওসিতে অগ্নিকান্ড,অগ্নিদগ্ধ ৩০ শ্রমিক।

হলদিয়ার আইওসিতে অগ্নিকান্ড,অগ্নিদগ্ধ ৩০ শ্রমিক।

মঙ্গলবার হলদিয়ার আইওসিতে সাটডাউনের কাজ চলার সময় বড়সড় দুর্ঘটনা ঘটে।আইওসি রিফাইনারির ডিএইচডিএস(DHDS)ব্লকে মোটর স্পিরিট অর্থাৎ পেট্রল তৈরির ইউনিটের একটি কলামে ওয়েল্ডিং করার সময় অগ্নিকাণ্ড ঘটে। দুপুর আড়াইটে নাগাদ এই ঘটনা ঘটে।এই দুর্ঘটনায় ৩০ জনের বেশি শ্রমিক অগ্নিদগ্ধ হন।বেশ কিছু শ্রমিক প্রাণে বাঁচতে বিল্ডিংয়ের উপর থেকে ঝাঁপ দেন।তাতে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছেন।এদের মধ্যে ৭-৮জনের অবস্থা অশঙ্কাজনক।৩ জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর।জখমদের আইওসি ও বন্দরের সিপিটি হাসপাতালে চিকিৎসা চলছে।ইতিমধ্যেই বেশ কয়েকজনকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।এই ঘটনায় গ্রিন করিডোর করে কলকাতা আনা হচ্ছে অগ্নিদগ্ধ আশঙ্কাজনক ব্যক্তিদের এই মুহূর্তে দ্বিতীয় হুগলি সেতু থেকে ভিআইপি লেনে পুলিশের তরফ থেকে গ্রিন করিডোর করে দেওয়া হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine + four =