হাঁসখালিতে গুলি করে খুন মহিলাকে, অভিযোগ স্বামীর বিরুদ্ধে।
মহিলা শরীরে মিলেছে গুলির চিহ্ন। মৃতার নাম সুজাতা বিশ্বাস ( ৩০)। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার হাঁসখালি থানার কৈখালীতে।পুলিশের প্রাথমিক অনুমান, মহিলার স্বামী ত্রিশূল বিশ্বাস তাকে গুলি করে খুন করেন। পুলিশ সূত্রে খবর,বেশ কিছুদিন ধরেই স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। সেই কলহ বিবাহ বিচ্ছেদে পৌঁছায়।গত একমাসেরও বেশি সময় মহিলা তার বাপের বাড়িতেই থাকছিলেন। বৃহস্পতিবার আনুমানিক রাত ৯:৩০ নাগাদ এই ঘটনা ঘটে। সেই সময় ওই মহিলার বাপের বাড়ির লোকেরা বাড়িতে ছিলেন না। পারিবারিক অশান্তির জেরেই খুন বলেই প্রাথমিক অনুমান পুলিশের।তদন্তে হাঁসখালি থানার পুলিশ। অপরদিকে, মহিলার আত্মীয় জানান,রাত সাড়ে ৯ টা নাগাদ মহিলা বাড়িতে একাই ছিলেন। হঠাৎই একটি গুলির শব্দ শুনতে পেয়ে মহিলার মামী ছুটে এসে দেখেন মহিলা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন। এর পরেই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।তবে কে গুলি চালিয়েছে তা দেখতে পাননি ওই আত্মীয়। তবে কি কারণে এই খুন তদন্ত শুরু করেছে পুলিশ।
