হাঁসখালি কাণ্ডে অভিযুক্তর বাবা ও তার এক বন্ধুকে  রানাঘাট কোর্টে পেশ করল সিবিআই

হাঁসখালি গণধর্ষণকাণ্ডে এবার গ্রেফতার মূল অভিযুক্ত সোহেল গোয়ালীর বাবা সমরেন্দু গোয়ালী ও তার ঘনিষ্ঠ পীযূষ ভক্ত। । উল্লেখ্য দিন কয়েক আগে হাঁসখালি থানার বগুলা এলাকা থেকে প্রথমে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য কৃষ্ণনগরে অস্থায়ী ক্যাম্পে ডেকে ছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতিনিধিরা। দীর্ঘক্ষন তাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়। সূত্রের খবর তাকে জিজ্ঞাসাবাদ করে তথ্য গোপন করেছিলেন বলে মনে করেন সিবিআই আধিকারিকরা।তারা তদন্ত নেমে তার অনেক কিছুতে অসঙ্গতি পাওয়া যায় বলে মনে করেন তদন্তকারীরা। এদিন তাকে ১২০B সহ বেশ কয়েকটি ধারায় গ্রেপ্তার করে সিবিআই। তাকে আবারো জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর। পাশাপাশি নতুন করে জিজ্ঞাসাবাদ করার কারণে সিবিআই প্রতিনিধি দল নিজেদের হেফাজতে নেবে বলে জানা যায়। নতুন কোন তথ্য উঠে আসতে পারে বলে মনে। এই নিয়ে হাঁসখালি গণধর্ষণকাণ্ডে সাতজনকে গ্রেপ্তার করল তদন্তকারী আধিকারিকরা তারদে মধ্যে একজন নাবালক রয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight − 3 =