হাঁসখালি-কাণ্ডে ধৃত আরও তিন,
হাঁসখালি কান্ডে আরও তিনজনকে গ্রেফতার করল সিবিআই ধৃতদের মধ্যে একজনের বয়স ১৮ এর নিচে।নির্যাতিতাকে দাহের সময় এই তিন জন সেখানে উপস্থিত ছিলেন। তাছাড়া নির্যাতিতার পরিবারকে ভয় দেখানোর অভিযোগ তাঁদের বিরুদ্ধে। এবার তৃণমূল নেতার ছেলে ব্রজগোপাল গয়ালির তিন বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার এঁদের গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)-র আধিকারিকরা। নির্যাতিতার পরিবারকে তাঁরা খুনের হুমকি দেন বলে অভিযোগ। এর আগে ওই কাণ্ডে ধৃতদের জেরা করেই এঁদের সন্ধান মিলেছে।ধৃতদের আজ রানাঘাট মহকুমা আদালতে পেশ করে সিবিআই,বাকি দুজন আকাশ বারুই ও দীপ্ত গয়ালী। । ধৃত ৩ জনকে চারদিন সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে রানাঘাট মহকুমা আদালত। ধৃত তিনজনকে আগামী ২৮ শে এপ্রিল আবার রানাঘাট মহকুমা আদালতে পেশ করা হবে।