হাঁসখালি ধর্ষণকাণ্ডের পরেই সরিয়ে দেওয়া হলো SP রানাঘাট সায়ক দাসকে
হাঁসখালি ধর্ষণকাণ্ডের খুনের ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে সিবিআই। তদন্তে নেমে এখনো পর্যন্ত মূল অভিযুক্তসহ ৩জনকে এবং আজ মূল অভিযুক্তর বাবাকে গ্রেফতার করেছে সিবিআই এবং এরই মাঝে রাজ্য পুলিশের রদবদল । SP রানাঘাট সায়ক দাসকে তাকে দেওয়া হল SS, CID পোস্টে । SP ডায়মন হারবার অভিজিৎ ব্যানার্জি বদলি হলেন রানাঘাট পিডিতে।
