হাওড়ায় না যাওয়ার জন্য কাঁথি থানার পক্ষ থেকে শুভেন্দু অধিকারী কে চিঠি।
নিরাপত্তার কারণে শুভেন্দু অধিকারী কে হাওড়ায় না যাওয়ার জন্য লিখিতভাবে জানালেন কাঁথি থানার আইসি। পুলিশ সূত্রে খবর শুভেন্দু অধিকারী রবিবার হাওড়া গ্রামীণ এলাকায় পরিদর্শনে যেতে পারেন। কিন্তু এই সময় হাওড়ার বেশ কিছু এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিরাপত্তার বিষয়টি রয়েছে, তাই কাঁথি থানার পক্ষ থেকে বলা হয়েছে হাওড়া গ্রামীণ এবং হাওড়া পুলিশ কমিশনারেট এলাকায় শুভেন্দু অধিকারী যাতে না যায় সেই কারণেই এই চিঠি দেয়া হয়েছে।